আত্রাইয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মানুষের ভোগান্তি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:০৩

নওগাঁর আত্রাইয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। রবিবার সকাল থেকেই সূর্যের মুখ দেখা যায়নি। বৃষ্টির প্রভাবে উত্তর কোণ থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস আত্রাইবাসীর শীতের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

উত্তরাঞ্চলে চলছে মৃদ্যু শৈত প্রবাহ। যার কারণে কনকনে শীতে কাঁপছে সারা উত্তরাঞ্চল। কুয়াশা না থাকলেও হঠাৎ বৃষ্টির ফলে শীতের তীব্রতায় একেবারেই নাজেহাল অবস্থা খেঁটে খাওয়া মানুষের। বৃষ্টির কারণে কাজে ফিরতে পারছেন না সাধারণ মানুষ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ব্যবসায়ী বিপ্লব কুমার পাল বলেন, কুয়াশা নেই, কিন্তু বৃষ্টির ফলে কনকনে শীতের তীব্রতায় তো জীবন আর থাকে না। বাইরে যাওয়া যাচ্ছে না। বৃষ্টি ও বাতাসের কারণে দোকানপাট খুলে বসে থাকার মতো কোন উপায় নেই। জানি না, এই অবস্থা আর কদিন থাকবে। এ অবস্থা বেশিদিন থাকলে চরম বিপদে পড়বে খেটে খাওয়া মানুষ। এদিকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :