কৃষক লীগ নেতার মামলা প্রত্যাহার দাবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৮:১৪
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা কৃষক লীগ নেতা শামিম মোল্যার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বোয়ালমারী উপজেলা কৃষক লীগ। বুধবার দুপুরে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিটন মৃধা বোয়ালমারী কৃষক লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি জানান, বিএনপি-জামায়াত থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মওলা বিশ্বাস তার ব্যক্তিগত কার্যালয়কে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় বলে পরিচয় দিয়ে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২০ জানুয়ারি বিএনপি-জামায়াতের লোক দিয়ে অফিসটি ভাঙচুরের মিথ্যা নাটক সাজান। অন্যদিকে উপজেলার চিতার বাজারে শাহজাহান মোল্যার সঙ্গে আজম মোল্যার মারামারি হয়। এ ঘটনায় মওলা বিশ্বাস তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। পরে মঙ্গলবার রাতে শামীম মোল্যাকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল বলেন, কয়েকদিন আগে শামীম মোল্যার ভাইয়েরা দাদপুর ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমকে মারধর করেছিল। তবে ভাঙচুরের বিষয়ে কিছু জানি না।

সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া মিলন প্রমুখ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা