মাগুরায় ‘দেনার দায়ে’ কলেজশিক্ষকের আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ২২:২৩
অ- অ+

মাগুরায় দেনা পরিশোধে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার এমএ সবুর নামে এক কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি মাগুরা সদরের জগদল সম্মিলনী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ফজরের নামাজের সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জানালার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এমএ সবুরের সহকর্মী অভিমন্যু সামন্ত বলেন, ‘তিনি অত্যন্ত উদার মনের মানুষ। কলেজের প্রতিষ্ঠায় তার অবদান ছিল অসামান্য। উদার মনের মানুষ হওয়ায় তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রচুর দেনা ছিল মানুষের কাছে। এটি আত্মহত্যার কারণ বলে অনেকে মনে করছেন।’

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘এমএ সবুরকে ঝুলন্ত অবস্থায তার ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত শেষে জানা যাবে। এ ব্যাপারে মামলা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা