সেই নবজাতকের ঠাঁই হলো ডিসির ঘরে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২২:৫৮ | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০, ২২:৫৪

কিশোরগঞ্জের ভৈরবে ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার কাছে থেকে নবজাতককে বুঝে নেন তিনি।

এ সময় ডিসি সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, নবজাতককে কোলে নিয়ে অনেক ভালো লাগছে। আগে আমার একটি মেয়ে ছিল, আজ থেকে আমার দু’টি মেয়ে। তাদের দু’জনকে আমরা সমানভাবে লালন-পালন করব। এছাড়াও ভবিষতে যেন সে মনুষত্ববোধ নিয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে সেই প্রত্যাশা করেন তিনি।

গত ২৪ জানুয়ারি রাতে কালো চাদর জড়ানো অল্পবয়সী অজ্ঞাত পরিচয় এক তরুণী ভৈরব দুর্জয় মোড় এলাকার একটি ফার্মেসির সামনে বসা এক নারী ভিক্ষুকের কাছে আসেন। পরে খাবার খেয়ে আসার কথা বলে ওই নারী দুই-তিন দিন বয়সের ওই নবজাতক ভিক্ষুকের কাছে রেখে চলে যান। দীর্ঘ সময় পরও ওই তরুণী ফিরে না আসায় নারী ভিক্ষুক বিষয়টি ফার্মেসির মালিক আশরাফুল আলম মুকুলকে জানান। এরপর বিষয়টি ইউএনও-কে জানালে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করানো হয়। গত ২৭ জানুয়ারি রাতে নবজাতকটিকে নিজের কাছে নিয়ে যান ইউএনও। পরে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে অনেকে নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে আদালতে আবেদনের মাধ্যমে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। আর আদালত এতে সম্মতি দেন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, নিজেকে খুব বড় মনে হচ্ছে। কারণ আজ একটি মহৎ কাজের অংশীদার হতে পেরে। তিনি নবজাতকের ভবিষ্যৎ সফলতা কামনা করেন তিনি।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :