পাকিস্তানে বোমা হামলা নিয়ে ভাবছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

সম্প্রতি দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিরাপদেই সফর শেষ করে এসেছে টাইগাররা। আগামী এপ্রিলে সিরিজের বাকি অংশ খেলতে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

তবে, এরই মধ্যে পাকিস্তানে ঘটেছে একটি বোমা হামলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, গতকাল (সোমবার) পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

পাকিস্তান সফরের আগে এমন বোমা হামলার খবর নিশ্চয়ই একটি চিন্তার বিষয়। তবে, সফরে যেতে যেহেতু এখনো প্রায় দেড় মাস সময় রয়েছে তাই আপাতত বিষয়টি নিয়ে ভাবছে না বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলছেন, ‘প্রতি সিরিজের আগেই আইসিসি নিজেদের মতো নিরাপত্তা পর্যবেক্ষণ করে বোর্ডকে জানায়। তার উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। সামনে আমাদের পাকিস্তান সফর হলো এপ্রিলে। হাতে সময় আছে। এর মধ্যে অনেক আলোচনা হবে।’

এপ্রিলে পাকিস্তান সফরে গিয়ে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। আর ৫ এপ্রিল শুরু হবে টেস্ট ম্যাচ। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :