শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীকে ফিরে পেতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮
অ- অ+

বগুড়ার শেরপুরে নির্ঝর নামে এক ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় মানববন্ধন ও মৌন মিছিল করেছে নিহতের পরিবার ও বিভিন্ন পেশাজীবীরা। বুধবার সকালে এলাকাবাসীর আয়োজনে বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এসময় নিখোঁজ নির্ঝরকে ফিরে পাওয়ার দাবিতে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন নির্ঝরের পরিবার ও এলাকাবাসী।

নিখোঁজ নির্ঝর শেরপুর পৌর শহরের টাউন কলোনি এলাকার চিকিৎসক নাহিদ রানার ছেলে। তার বয়স ২৬ বছর। তিনি একজন ওষুধ ব্যবসায়ী।

মানববন্ধনে নির্ঝরের বাবা চিকিৎসক নাহিদ রানা বলেন, ‘আমার ছেলেকে ফিরিয়ে দিন, আমার ছেলে নির্ঝর কেমন আছে আমরা জানি না, তার কোনো খোঁজ পাচ্ছি না।’

নির্ঝরের চাচা জাহিদুল ইসলাম শিপলু জানান, ২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পৌরশহরের ধুনট রোড মোড় এলাকা থেকে নির্ঝর নিখোঁজ হন। এ ব্যাপারে শেরপুর থানায় ৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা