বাংলাদেশ দল অনভিজ্ঞ, সময় দিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৩

ক্রিকেটে এখন সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। বিশেষ করে টেস্টে বেশি বাজে অবস্থা। গত সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের মতো নবীন টেস্ট খেলুড়ে দলের কাছে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। সম্প্রতি ভারত এবং পাকিস্তান সফরে গিয়ে ইনিংস ব্যবধানে হেরে এসেছে টাইগাররা।

দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে স্বাভাবিকভাবেই চারিদিকে সমালোচনার ঝড়। তবে, টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন, টেস্টে বাংলাদেশ দল খুবই অনভিজ্ঞ। এদের সময় দিন, ধৈর্য্য ধরুন।

আগামীকাল (শনিবার) মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। শুক্রবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা অনেক বেশি। সেই সাথে ক্রিকেট নিয়ে মিডিয়ার চিন্তা সত্যিই অবিশ্বাস্য। দলও এসব ছাড়া ঠিকভাবে এগোতে পারবে না। তাই বিষয়গুলো স্বাভাবিক রাখার চেষ্টা করুন।’

তিনি আরো বলেন, ‘মানুষকে বুঝতে হবে, আপনি যদি বর্তমান টেস্ট দলের দিকে তাকান, শান্ত মাত্র ৩টি টেস্ট খেলেছে। সাইফ হাসান তার দ্বিতীয় ম্যাচ খেলবে। রাহী ৭টি টেস্ট খেলেছে, এবাদত মাত্র ৪ ম্যাচ খেলেছে। এরা খুবই অনভিজ্ঞ।’

টেস্টে টাইগার অধিনায়ক মুমিনুল হকের দিকে ইঙ্গিত করে রাসেল ডোমিঙ্গো বলেছেন, অন্য অনেক দলের অধিনায়কদের মতো সে (মুমিনুল) অভিজ্ঞ ক্রিকেটার হাতে পায়নি। সুতরাং, কাজটি তার জন্য কঠিন।

এ বিষয়ে রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘আপনি যদি ভারত বা পাকিস্তানের অধিনায়কের কথা চিন্তা করেন অথবা বিশ্বের অন্য যেকোনো দলের অধিনায়কের কাছে ভালো মানের পেসার আছে যারা অভিজ্ঞ, অনেক টেস্ট খেলেছে। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ১৪০ টেস্ট খেলেছে, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৬০, দক্ষিণ আফ্রিকার রাবাদা ৫০, ফিল্যান্ডার ৭০ ম্যাচ খেলেছে। সে তুলনায় আমাদের দলটা খুবই অনভিজ্ঞ।’

টাইগার কোচ বলেন, ‘সংবাদমাধ্যমকে খেলোয়াড়দের ব্যাপারে আরেকটু ধৈর্য্য ধরতে হবে। নির্বাচকদেরও কিছু খেলোয়াড়দের ব্যাপারে সময় দিতে হবে। আমাদের দলটা এখন বিশ্বের সবচেয়ে অনভিজ্ঞ টেস্ট দল। আমাদের ক্রিকেটারদের খেলা মোট টেস্টের সংখ্যা দেখলেই বুঝবেন। এই দল নিয়ে মাত্র একদিনের প্রস্তুতিতে ভারত-পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলা সত্যিই কঠিন। তাই দয়া করে ছেলেদের সময় দিন, ধৈর্য ধরুন- এটাই বলতে চাচ্ছি আমি।’

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :