জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৫

পাবনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নুহু খান (৩০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তররাঘবপুরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নুহু জেলার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের সুজন খানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যায় প্রতিপক্ষরা নুহুকে ছুরিকাঘাতে আহত করে সদর উপজেলার উত্তররাঘবপুর রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম পাবনা জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, গত দুই সপ্তাহ আগে চাচা ভাতিজাদের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে নজরুল ও তার ছেলে আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে দেখতে নিহত নুহু বিকালে বাড়ি থেকে বের হয়।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :