ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্তকারীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯
অ- অ+

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে জয় চন্দ্র দত্ত নামে এক উত্ত্যক্তকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ টাকা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান এ সাজা দেন। এ সময় চন্দ্র দত্তের অভিভাবক মুচলেকা ও জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন।

জরিমানাপ্রাপ্ত জয় চন্দ্র দত্ত উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কলেজের এক শিক্ষার্থীকে নবীনগর ওয়ালীশাহ মাজারস্থ এলাকা থেকে বিভিন্ন কথা বলে উত্ত্যক্ত করতে থাকেন জয় চন্দ্র। এক পর্যায়ে ওই শিক্ষার্থী আলমনগর দক্ষিণ সড়কে পৌঁছলে এলাকাবাসী উত্ত্যক্তকারী জয়কে হাতেনাতে ধরেন। এ সময় সঙ্গে থাকা তার আরেক বন্ধু পালিয়ে যান। পরে খবর দিলে নবীনগর থানার পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী হাকিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে তাৎক্ষণিক জয় চন্দ্রকে এ দণ্ড দেন।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/পিএল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা