ময়মনসিংহে যুবক হত্যায় চাচার ফাঁসির আদেশ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯

ময়মনসিংহের কোতোয়ালি থানার মহজমপুর পূর্বপাড়ায় যুবক মইন শাহকে (১৬) খুনের দায়ে তার চাচা নূর আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালত। মামলায় সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিশ্বনাথ পাল।

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচা নূর আলম ভাতিজা মইন শাহকে খুনের ঘটনার মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন ফাঁসির আদেশ দেন। সাত দিনের মধ্যে এ আদেশের ব্যাপারে আপিলের সুযোগ রয়েছে আদেশে। আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর চাচা নূর আলম পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা মইন শাহকে খুন করে। খুনের ঘটনার পর নিহতের মা পারভীন আক্তার মামলা করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ আদেশ দেন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :