সোনাইমুড়ী ওসির বিরুদ্ধে অপহরণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯
অ- অ+

নোয়াখালী জেলা আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ ও গুমের চেষ্টার অভিযোগ এনে সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ নেতা নোমান পাটোয়ারী। বৃহস্পতিবার সকালে খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।

নোমান পাটোয়ারী বলেন, তিনি মামলায় জামিনে থাকলেও গত বুধবার বেলা ১১টার দিকে জেলা আদালত প্রাঙ্গণ থেকে ওসি আব্দুস সামাদ ও তিন পুলিশ সদস্য তাকে পিস্তল ঠেকিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে অপহরণ করেন। পরে সোনাইমুড়ী থানার দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে আটকে রাখে। রাতে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে চোখ বেঁধে প্রথমে একটি ব্রিকফিল্ড ও পরে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু এলাকাবাসী সোনাইমুড়ী থানা ঘেরাও করায় তাকে রাতে কৌশলে চাটখিল থানায় হস্তান্তর করে। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওসি এ ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেন যুবলীগের এই নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নোমান পাটোয়ারীর বাবা আব্দুর রহিম খোরশেদ মেম্বার, মা নিহার বেগম, স্ত্রী নুসরাত জাহান চৌধুরী, হিন্দু সম্প্রদায়ের নেতা অনিল পাল বাবু, অলক বাবু প্রমুখ।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা