বাগেরহাটে ৩০০ বোতল মদসহ পাঁচজন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ১৮:০৪

বাগেরহাটে ৩০০ বোতল বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাদের মধ্যে তিনজন চীনের নাগরিক। গত রবিবার গভীর রাতে মোংলা উপজেলার পশুর নদের মোহনায় অবস্থিত সরকারি খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের সোমবার দুপুরে মদসহ মোংলাপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে জানায় কোস্টগার্ড।

তারা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের রুমন সিকদার, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং সড়কের হাসনাত এবং চীনা নাগরিক জেরি, জ্যাক জিয়া ও ফু।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা বিভাগের স্টাফ অফিসার ইমতিয়াজ আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদে কোস্টগার্ডের একটি দল সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার পশুর নদের মোহনায় অবস্থিত সরকারি খাদ্যগুদাম এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা চায়না ব্রান্ডের ৩০০ বোতল মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে- এই মদ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য আমদানি করেছিল তারা।

(ঢাকাটাইমস/২মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :