কিশোরীকে দলবেঁধে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৯:৪৮
অ- অ+

কুমিল্লায় বন্ধুদের নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলায় জুয়েল রানা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল রানা জেলার হোমনা উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র‌্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, জুয়েল দুই-তিন মাস যাবৎ ভুক্তভোগী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে এবং তাদের মধ্যে মোবাইলফোনে যোগাযোগ হতো। গত ২৩ ফেব্রুয়ারি জুয়েল রানা মোবাইলফোনে কিশোরীকে তার সঙ্গে দেখা করতে বলে। ওইদিন পাশ^বর্তী গ্রামের ফকির বাড়িতে অনুষ্ঠিত বার্ষিক ওরস দেখতে যায় ওই কিশোরী। ওরস দেখে রাতে তার দুই বোনের সঙ্গে বাড়ি ফেরার সময় জুয়েল রানা কথা বলার অজুহাত দেখিয়ে কিশোরীকে তার বোনদের থেকে কৌশলে নিয়ে যায় ওই এলাকার আরিফুল ইসলামের পরিত্যক্ত ঘরে। এসময় জুয়েল তার সহযোগীদের সহায়তায় জুসে ঘুমের ওষুধ মিশিয়ে কৌশলে কিশোরীকে তা খাওয়ায়। পরে জুয়েল ও তার ৫/৬ জন সহযোগী মিলে ওই পরিত্যক্ত ঘরে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় ফোনে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তারা।

রাতভর ধর্ষণ শেষে ভোরে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে কিশোরীকে ফেলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ওই কিশোরীর মা গত ২৯ ফেব্রুয়ারি একটি ধর্ষণ মামলা করলে র‌্যাব অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/৫মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাইয়ে কনের নাচে বিয়ে ভাঙার দাবি ভিত্তিহীন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গুজব
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
১৪-২৪ মার্কা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে: জামায়াত আমির
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা