ঘাটাইলে পাঁচ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার করল বিএনপি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ মার্চ ২০২০, ১২:৪৪ | প্রকাশিত : ০৮ মার্চ ২০২০, ০৯:৩৯

টাঙ্গাইলের ঘাটাইলে ধানের শীষ প্রতীকে নির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাত নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত পত্র গত ১ মার্চ ডাকযোগে তাদের কাছে পাঠানো হয়েছে। পত্রে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঞা বুলবুল এবং সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিমের স্বাক্ষর আছে। বিষয়টি ইতিমধ্যে জেলাজুড়ে বেশ আলোচিত হচ্ছে।

বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, উপজেলা বিএনপির সদস্য ও দিঘলকান্দি ইউপির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দিগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও দিগড় ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, উপজেলা বিএনপির সদস্য ও সন্ধানপুর ইউপির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ধলাপাড়া ইউপির চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূঁইয়া, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও দিঘলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন এবং উপজেলা বিএনপির সদস্য ও দেউলাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঢাকা টাইমসকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধানের শীষ প্রতীকে নির্বাচিত পাঁচ চেয়ারম্যান এবং সাবেক দুই চেয়ারম্যান আওয়ামী লীগে যোগ দেন। দলীয় গঠনতন্ত্র এবং শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চলতি বছরের ১২ জানুয়ারি তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৭ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টামণ্ডলীর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। দলের সিদ্ধান্ত মোতাবেক গত ১ মার্চ তাদের বহিষ্কার আদেশের পত্র ডাকযোগে পাঠানো হয়েছে। বিষয়টি পত্র দিয়ে জেলা বিএনপিকেও জানানো হয়েছে।’

বহিষ্কৃতরা পত্র প্রাপ্তির কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

(ঢাকাটাইমস/০৮মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :