আলফাডাঙ্গায় দুর্যোগ মোকাবেলায় র‌্যালি ও মহড়া

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১৯:৩১

‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদক্ষিণ করে পৌর শহরের আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে দুর্যোগে প্রস্তুতি নেয়া যায় তার মহড়া করে দেখান। দুর্যোগের আগে ও পরে কী ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয় সে চিত্রই ঘূর্ণিঝড় ‘মহড়া’র মাধ্যমে তুলে ধরেন শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামিম আহমেদ, আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১০মার্চ/কেএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :