মুজিব বর্ষে ৯০ হাজার টি-শার্ট দিল বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৫:৩৪ | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ১৩:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৯০ হাজার পিস টি-শার্ট দিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

রবিবার দুপুরে রাজধানীরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর হাতে এই টি-শার্ট হস্তান্তর করেন।

রুবানা হক বলেন, আমরা আশা করি সারা বছরই দেশব্যাপী জন্মশত বার্ষিকী উৎযাপন হবে। তিনি বলেন, খুবই দুঃখজনক, করোনার উৎপাতে আমরা এখন একটু পরাস্থ। তবুও আমরা লাল-সবুজের টি শার্টের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবো। সবার মধ্যে মুজিব বেঁচে থাকুক। যত কাজ হচ্ছে সবগুলোর মাঝেই যেন বঙ্গবন্ধুর আদর্শ থাকে। আমরা বলি ওনার (বঙ্গবন্ধুর) নাম, তবে বঙ্গবন্ধু আদর্শকে আসলে কতজন ধারণ করি, এটাও ভাবতে হবে।

রুবানা হক বলেন, পোশাক খাতে একটা ভীষণ কষ্টের সময় যাচ্ছে, সংগ্রামের সময় যাচ্ছে। তবুও বাঙালি কখনো পরাস্ত হওয়ার জাতি নয়। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব।

অনুষ্ঠানে কামাল চৌধুরী বলেন, মুজিব বর্ষের আয়োজনের সাথে যুক্ত হতে অনেক প্রতিষ্ঠান আসছে। মুজিব বর্ষের উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করতে সবধরনের পরিবেশ তৈরি করাই ছিল। লক্ষাধিক লোকের সমাগমের প্রস্তুতি ছিল। কিন্তু বিশেষ পরিস্থিতিতে এই প্রোগ্রামটিকে আমরা ভিন্নভাবে সাজাচ্ছি। পুরো বছরজুড়ে আমাদের নানা আয়োজন থাকবে। সবার সম্মিলিত সহায়তায় উৎসব পালিত হবে। বিজিএমইএকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।

(ঢাকাটাইমস/১৫মার্চ/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

চামড়া শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে

ফের বাড়ল সোনার দাম, প্রতি ভরি এক লাখ ১৭ হাজার টাকা

সরকারের আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতে অডিট কার্যক্রমকে ফলপ্রসূ করার তাগিদ

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

এই বিভাগের সব খবর

শিরোনাম :