ডাকাত-পুলিশ ‘গোলাগুলি’, পুলিশসহ গুলিবিদ্ধ ২

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডাকাতদের সঙ্গে পুলিশের গুলাগুলিতে পুলিশের উপ-পরিদর্শকসহ এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। গত রবিবার রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নং গেইটের সামনে এ ঘটনা ঘটে। এসময় লুণ্ঠিত ডাকাতির মালামালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া জানান, ভাওয়াল জাতীয় উদ্যানের ৪নং গেইটের সামনে ৭-৮ জন ডাকাত দল কয়েকজন লোককে জিম্মি করে টিভিসহ বিভিন্ন মালামাল লুট করছিল। খবর পেয়ে উপ-পরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে উপ-পরিদর্শক জহিরুল ইসলামের বুকের বাম পাশে গুলি লাগে। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও
রাজেন্দ্রপুর এলাকার চিহ্নিত ডাকাত শরীফ গুলিবিদ্ধ হন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে চার জিম্মি, লুটের টিভিসহ বিভিন্ন মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঢাকাটাইমস/২৩মার্চ/পিএল

মন্তব্য করুন