দ্বিতীয়বারেও কনিকার করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ০৯:১৪
অ- অ+

দ্বিতীয়বার পরীক্ষাতেও করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের। সোমবার আবারও কনিকার নমুনা পরীক্ষা করা হয় সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে। কারণ গায়িকার পরিবারের পক্ষ থেকে প্রথম পরীক্ষার সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে কনিকার শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল।

লন্ডন থেকে ভারতে ফেরার পর থেকে প্রায় ১৬০ জনের সংস্পর্শে গেছেন এই গায়িকা। লখনউতে ফিরে তিনি তিনটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তাদের প্রত্যেকেরই করোনা নেগেটিভের রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ।

এমন অভিযোগও উঠেছিল যে, থার্মাল স্ক্রিনিংয়ের সময় কনিকা বিমানের বাথরুমে লুকিয়ে ছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গায়িকা। এরপর অভিযোগ ওঠে, হাসপাতালের কোয়ারেন্টাইনে নাকি একেবারে তারকাসুলভ আচরণ করছেন তিনি। সারাক্ষণ নানা রকম বায়না করেন। বিরক্ত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো হুঁশিয়ারি দেয় কনিকাকে।

করোনায় আক্রান্ত হয়েও প্রথম থেকেই নিয়ম ভেঙে চলেছেন ‘বেবি ডল’। শরীরে ভাইরাস নিয়ে বাইরে ঘুরে বেড়িয়েছেন। লখনউতে তাবড় রাজনৈতিক নেতা-মন্ত্রীদের সঙ্গে একাধিক পার্টিও করেছেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লখনউ পুলিশ তার বিরুদ্ধে মামলাও করেছে।

কোভিড-১৯ আক্রান্ত কনিকাকে সঞ্জয় গান্ধী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার ঘরে আলাদা করে এসি, টিভির ব্যবস্থা রয়েছে। গ্লুটেন-ফ্রি খাবারও দেয়া হচ্ছে। এর পরও তার নানা বায়না মেটাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তাদের বক্তব্য, কনিকার নিজেকে সবার আগে একজন রোগী হিসেবে ভাবা উচিত। হাসপাতালে তিনি কোনো তারকা নন।

ঢাকাটাইমস/২৪মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা