করোনা: চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১০:৩৮| আপডেট : ২৫ মার্চ ২০২০, ১১:১৩
অ- অ+

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এবার চীনের বিরুদ্ধে দায়ের করা হল ২০ ট্রিলিয়ন ডলারের মামলা। মামলার অভিযোগে বলা হয়েছে, চীন ‘যুদ্ধের জৈবিক অস্ত্র’ হিসেবে বানিয়েছিল এই মারণ করোনা ভাইরাস।

ল্যারি ক্লেম্যান নামের এক আইনজীবী ও তার আইনি প্রতিষ্ঠান ফ্রিডম ওয়াচ ও বাজ ফটোজ যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি আদালতে চীনা সরকারের বিরুদ্ধে এই মর্মে একটি মামলা দায়ের করেছে। ওই আইনজীবীর মামলার অভিযোগে বলেছেন, “প্রাণঘাতী এই ভাইরাসটি চীন ‘যুদ্ধের জৈবিক অস্ত্র’ হিসেবে তৈরি করেছে। চীনের ইচ্ছা বা অনিচ্ছা যেভাবেই হোক এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় মার্কিন আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন, চুক্তি ও নিয়ম লঙ্ঘন হয়েছে।” এখবর দিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, মার্কিন সেনা অথবা অন্য কোনো দেশ যারা চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের ধ্বংস করতেই এই মারণ ভাইরাস তৈরি করেছে চীন। মামলাকারীদের দাবি চীনের তৈরি জৈবিক অস্ত্রের ফলাফল হচ্ছে এই মারণ ভাইরাস। আর তাই তারা ২০ ট্রিলিয়ন ডলার দাবি করেছে চীনের কাছে।

মামলাকারীদের বিস্ফোরক দাবি, চীনের উহানের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস বেরিয়ে পড়েছে। তাদের অভিযোগ, অসংখ্য মানুষকে মারতেই চীন এই মারণ জৈবিক অস্ত্র তৈরি করছিল। এরপরে চীনের ইচ্ছা বা অনিচ্ছা যেভাবেই হোক এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় মার্কিন আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন, চুক্তি ও নিয়ম লঙ্ঘন হয়েছে।

ঢাকা টাইমস/২৫মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা