চাঁদপুরে নিখোঁজ স্পিডবোট চালকের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৯:০৫
অ- অ+

চাঁদপুরে লঞ্চঘাট এলাকায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে স্পিডবোট ডুবে নিখোঁজ হওয়া চালক জাহাঙ্গীর সাজীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরিরা। বুধবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ডুবুরিরা তাকে উদ্ধার করেন।

এর আগে উদ্ধার কাজে চেষ্টা চালায় চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিরা। উদ্ধার হওয়া জাহাঙ্গীর ভোলা জেলা সদরের পূর্ব ইলিশ্যা গ্রামের মুনাফ সাজীর ছেলে।

নিহত জাহাঙ্গীরের বড় ভাই আলাউদ্দিন জানান, তার ছেলে আরিফসহ জাহাঙ্গীর গত মঙ্গলবার বিকালে স্পিডবোট নিয়ে ভোলা থেকে তাদের এক আত্মীয়কে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে যাওয়ার জন্য আসেন। ঢাকা থেকে লঞ্চ আসার অপেক্ষায় এমভি ময়ূর লঞ্চের পেছনে অবস্থান করছিল। নোঙ্গর করার জন্য লঞ্চটি পেছনে দিলে ধাক্কা খেয়ে স্পিডবোটসহ জাহাঙ্গীর তলিয়ে যায়। এ সময় স্পিডবোটে থাকা জাহাঙ্গীরের ভাতিজাকে নৌপুলিশ উদ্ধার করলেও জাহাঙ্গীরকে উদ্ধার করা যায়নি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে জাহাঙ্গীরের মরদেহ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা