কাউখালীতে ৪১ প্রবাসীর বাড়িতে উড়ছে লাল পতাকা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ২২:২৩
অ- অ+

পিরোজপুরের কাউখালীতে ৪১ প্রবাসীর বাড়িতে উড়ছে লাল পতাকা। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সাধারণ মানুষকে সচেতন করতে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়িতে উপজেলা প্রশাসন পতাকার উড়িয়েছে। এর মাধ্যমে বাড়ি চিহ্নিত করার পাশাপাশি সকলকে সতর্কভাবে চলাচলের নির্দেশনা দিয়েছে।

উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ৪১ প্রবাসীর বাড়ি চিহ্নিত করা হয়েছে। এসব বাড়ি এবং আশপাশের মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন ওইসব বাড়িতে লাল পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের জন্য একটি করে বই, মাস্ক, প্যারাসিটমল ট্যাবলেট, হ্যান্ড স্যানিটাইজার, শুকনো খাবার, সাবান, ব্লিচিং পাউডারসহ একটি প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম. উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ।

বুধবার বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরানের ৫ দিনের রিমান্ডে
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা