পাবনায় করোনা সন্দেহে যুবক

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ২০:০৬
অ- অ+

পাবনার বেড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে আইসোলেশনে এবং যুবকের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তার বাড়ি নওগাঁ জেলায়। গত বুধবার ওই যুবক শরীরে জ্বর, গলাব্যাথ্যা নিয়ে শ্বশুরবাড়িতে আসেন।

এদিকে ওই যুবক শ্বশুরবাড়িতে শিশুসহ ১৬ জন সদস্য রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ওই তরুণের গায়ে জ্বর ও গলাব্যাথা রয়েছে। তাকে আইসোলেশনে রেখে তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। তার শ্বশুরবাড়ির লোকজন দরিদ্র হওয়ায় তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছি।

(ঢাকাটাইমস/২৭মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা