সাংবাদিকদের এক হাত নিলেন ধোনির স্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৩:৫৩
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের বয়াল থাবা থামাতে উঠে পড়েছে তাবড় ক্রীড়া বিশ্ব। ইন্ডিয়ান ক্রিকেটাররাও নিজের জায়গা থেকে সর্বোচ্চ আর্থিক সাহায্যের মাধ্যমে দেশের টালমাটাল অবস্থার মোকাবেলা করছেন। সেই আবহেই ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও হত দরিদ্রের পাশে দাঁড়ালেন। তবে তুলনামূলকভাবে অতিসামান্য অনুদান দিয়ে ভক্তদের তামাশার পাত্র বনে গেছেন ক্যাপ্টেন কুল। ঠান্ডা মাথার এই ক্রিকেটার বিষয়টি নিয়ে কথা না বললেও, তার স্ত্রী স্বাক্ষী সিং বরাবরের মতো এবারও আর চুপ রইলেন না। স্বামীর পক্ষ নিয়ে স্বল্প পরিমাণ অনুদানের বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের একহাত নিলেন তিনি।

করোনা মোকাবেলায় পুণের একটি সংস্থার মাধ্যমে শখানেক দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ করোনা ঠেকাতে যেখানে সবাই কোমর বেঁধে নেমে পড়েছেন সেখানে মাত্র এক লাখ টাকা দেওয়ায় সমালোচনায় বিদ্ধ হয়েছেন ধোনি৷ বিষয়টি ফলাও করে প্রচার করে ভারতীয় গণমাধ্যমগুলো। প্রাক্তন ভারত অধিনায়ককে নানা কথা শুনতেও হয়েছে এর জন্য ৷ ক্যাপ্টেন কুল বরাবরের মতোই চুপ থেকেছেন৷ কিন্তু আর চুপ থাকতে পারেননি মাহির স্ত্রী সাক্ষী৷ স্বামীর সমালোচনার সব জবাব তিনি উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়৷

টুইট করে তিনি লেখেন, ‘আমি সমস্ত সংবাদমাধ্যমের কাছে এই সংবেদনশীল সময়ে ভুল খবর না করার জন্য৷ আপনাদের দেখে লজ্জা হয়! অবাক হয়ে যাই কোথায় হারিয়ে গেল দায়িত্বশীল সাংবাদিকতা!’

সংবাদমাধ্যমের ওপরেই নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী৷ তার দাবি ধোনির অনুদান হিসেবে যে মাত্র এক লাখ টাকার কথা বলা হয়েছে, সেই তথ্য সম্পূর্নরূপে ভুল৷ দেশের বিপদের দিনেও কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই গেল৷

(ঢাকাটাইমস/২৯ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
Promoting Artificial Intelligence at the PGDM Level: Preparing Future Business Leaders
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা