বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ২৩:২৫| আপডেট : ২৯ মার্চ ২০২০, ২৩:৩৫
অ- অ+

বগুড়ায় আড়াই বছরের মেয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গোপাল মহন্ত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে বগুড়ার উত্তর চেলোপাড়া এলাকায়। গ্রেপ্তর যুবক উত্তর চেলোপাড়ার বাসিন্দা। তিনি পেশায় লেদ শ্রমিক। এ ঘটনায় শিশুর বাবা বগুড়া সদর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।

জানা গেছে, অভিযুক্ত গোপাল মহন্ত এবং ঘটনার শিকার শিশুর বাড়ি পাশাপাশি। ঘটনার সময় শিশুটি তাদের বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় তার বাবা বাড়িতে ছিল না এবং শিশুটির মা বাড়িতে কাজ করছিল। এ সুযোগে ধর্ষক গোপাল মহন্ত শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তার শয়ন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার মাসহ আশপাশের লোকজন ছুটে এলে ওই যুবক শিশুটিকে ফেলে পালাতে চেষ্টা করে।

স্থানীয় লোকজন ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পৌনে ৭টায় অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বাবা একটি মামলা করেছেন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা