খাবার নিয়ে বেদে পল্লীতে পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ২০:৩৬
অ- অ+

করোনা প্রাদুর্ভাবের কারণে ভোলার লালমোহনে খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে বেদে পল্লীর বাসিন্দাদের অবস্থা বেশি নাজুক। বিষয়টি বিবেচনা বেদে পল্লীর মানুষের ঘরে ঘরে নিজ উদ্যোগে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. রাসেলুর রহমান।

সোমবার দুপুরে লালমোহন পৌর শহরের কলেজপাড়ায় বসবাসরত অর্ধশতাধিক বেদে পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি প্রতি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, এককেজি মশুরি ডাল ও দুটি করে সাবান বিতরণ করেন।

রাসেলুর রহমান ঢাকা টাইসমকে বলেন, করোনা পরিস্থিত মোকাবেলায় সরকারের নির্দেশ মেনে অনেক মানুষ ঘরে রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। লালমোহনে বেদে পরিবার রয়েছে অর্ধশতাধিক। তারা সবাই কর্মহীন হয়ে নিজের বাড়িতে অবস্থান করছে। তাই আমি সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি। আশা করছি এতে করে এ বেদে পরিবারগুলোকে কয়েকদিনের জন্য আর খাবারের চিন্তা করতে হবে না।

খেটে খাওয়া মানুষকে সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা