‘প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করবে’

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১২:৫০ | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১২:৪০
আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলা এবং এই সংকটের কারণে সামনের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী যে আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন তা দেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণার পর নির্ধারিত বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন তা দেশের সব শ্রেণির মানুষকে সাহায্য করবে। ঘোষিত প্যাকেজে দেশের কামার, কুমার, তাঁতি, জেলে, কৃষক, শ্রমিকসহ দেশের সব শ্রেণির মানুষ উপকৃত হবে। এ ছাড়া মিডিয়া, শিল্প কারখানাও এর পূর্বের অবস্থায় ফিরে আসবে। কেননা ঘোষিত প্যাকেজের মাধ্যমে দেশের সব খাতকেই সহায়তার আওতায় আনা হয়েছে। বর্তমানে যে দুর্যোগ চলছে তা কেটে যাবে এবং দুর্যোগ পরবর্তী অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিয়ে দেশের অর্থনীতি আবার গতিশীল অবস্থায় ফিরে আসবে।

করোনার প্রভাব দীর্ঘস্থায়ী না হলে আগামী বছরেও দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ থাকবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে বলেই আশা প্রকাশ করেছে। তিনি বলেন, নিজের উপর বিশ্বাস রাখুন। আমরা আগের মতোই এগোব।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশের দুটি খাত বিশেষ করে রাজস্ব খাত ও রপ্তানি খাতে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে। তবে এই সময়ে রেমিটেন্স প্রবৃদ্ধি ভাল ছিলো। তাতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমবে না। আমাদের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হলো আভ্যন্তরীণ বাজার।

এ সময় অর্থসচিব রউফ তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শিল্প প্রতিষ্ঠানকে ওয়াকিং ক্যাপিট্যাল ৩০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা ঘোষণা করেছেন। এটি এক বছরে ৬০ হাজার কোটি টাকায় দাঁড়াবে।

ব্যাখা দিয়ে রউফ তালুকদার বলেন, ব্যবসায়ীরা সাধারণত ৪ থেকে ৬ মাসের মধ্যেই ঋণ পরিশোধ শুরু করতে পারেন। সুতরাং প্রথমে যারা ঋণ পাবেন তারাই শুধু নয় পরে আরও অনেকই এই সুবিধা পেতে থাকবেন। এভাবে এ্কটি ঋণ কোয়ালিটি ঋণে পরিণত হবে।

ব্যাংকগুলো কিভাবে ঋণ বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ এ ব্যাপারে দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করবে বলে উল্লেখ করেন অর্থসচিব।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/ আরএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :