লকডাউনে প্রেমিকের সঙ্গে বেরিয়ে বিপাকে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১০:২৪
অ- অ+

করোনার জেরে ভারতজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ জীবনযাত্রা। তার মধ্যেই প্রেমিকের সঙ্গে সাধের জাগুয়ারে ঘুরতে বেরিয়েছিলেন কন্নড় অভিনেত্রী শর্মিলা মান্দ্রে। শনিবার শর্মিলা এবং তার প্রেমিক লোকেশ বসন্ত বেঙ্গালুরুর বসন্ত বিহার থেকে ফিরছিলেন। খুব দ্রুত গতিতে থাকায় আচমকা একটি পিলারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়।

পুলিশের সন্দেহ, গাড়ি সম্পর্কে ভুল তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করছেন শর্মিলা ও তার প্রেমিক। ট্রাফিক পুলিশ তাদের নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে তাদের ছেড়ে দেয়া হয়। মুখে আঘাত লেগেছে শর্মিলার। বসন্তের হাত ভেঙেছে। তারা দুজনেই জানান ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাবেন।

ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তাদের বিরুদ্ধে দুটি মামলা করেছে বেঙ্কালুরুর পুলিশ। এছাড়া তাদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির যাবতীয় কাগজ জমা করতে বলা হয়েছে। বসন্ত জানান, ইউ টার্ন নিতে গিয়েই দুর্ঘটনা ঘটে। কিন্তু পুলিশের তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাদের বিরুদ্ধে আইনভঙ্গ এবং লাগামহীন গতির অভিযোগ উঠেছে।

ঢাকাটাইমস/০৬এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা