মধ্যরাতে বস্তিতে নিত্যপণ্য নিয়ে হাজির পৌর মেয়র

জয়পুরহাট প্রতিনিধি
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১০:২৩

দেশে চলছে মহামারি করোনার ক্রান্তিকাল। এসময়ে অষোঘিত লকডাউনে স্থবির সকল এলাকা। মানুষের কাজ নাই, খাবার নাই। বস্তির মানুষগুলো না খেয়ে দিন পার করছেন। এমন সময় জয়পুরহাটের বস্তিগুলোতে মধ্যরাতে নিতপণ্য নিয়ে গরিব, অসহায়, দিনমজুরের কাছে হাজির হলেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌর শহরের তাঁতিপাড়া বস্তিতে অসহায় এসব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। তার দেয়া সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল এবং এক হালি করে ডিম।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি আমৃত্যু এই মানুষগুলোর ঋণ কখনো শোধ করতে পারব না। তারা আছেন বলেই আমি আজকে মেয়র। তাছাড়া, পরিবার নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানোকে একজন বিবেকবান মানুষের কাজ বলে মনে করি। করোনা পরিস্থিতিতে আমার এই এলাকায় কোনো মানুষ না খেয়ে থাকবে না। ইন শা আল্লাহ খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেব। তাছাড়া, বঙ্গবন্ধুর সোনার দেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, আমরা তা করতে দেব না। ’

মধ্যরাতে খাবার পেয়ে তাঁতিপাড়া বস্তির আয়না বেগম আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আমরা না খেয়ে আছি শুনে মেয়র সাহেব মধ্যরাতে আমার বাসায় এসে নিজেই খাদ্য দিয়ে গেলেন। দেশে এখনো তার মতো ভালো মানুষ আছেন। যারা এই অভাবের দিনে আমাদের সাহায্য করলেন তাদের আল্লাহ ভালো করবেন। তাদের জন্য আমার এই বাচ্চা মেয়েটা পেট ভরে দুবেলা ভাত খেতে পারবে।’

তাঁতী পাড়া বস্তির উন্নয়ন কমিটির সভাপতি কনিকা খাতুন বলেন, ‘মহামারি করোনাভাইরাসের কারণে দিনমজুর বেকার মানুষগুলোর অভাবের কথা চিন্তা করে আমাদের মেয়র সাহেব যে এই রাতে খাবার নিয়ে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন এটা খুবই প্রশংসনীয়। তার এই সহায়তায় বস্তির সবাই আগামী কয়েকদিন ভালোভাবে থাকতে পারবেন। আমরা সবাই এমন মেয়র চাই।’

এদিকে, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে ওই বস্তির সানোয়ারা বেগম, সন্ধ্যা রানী, প্রতিমা রানী, পান্না আক্তার, পপি বেগমসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে। করোনা পরিস্থিতির দুর্দিনে এমন সাহায্য পেয়ে পরিজনদের নিয়ে চারটা ডালভাত খেতে পারবেন বলে মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন তারা। ভবিষতে যে কোনো দুর্যোগে মেয়র তাদের মতো ছিন্নমূল ও অসহায় মানুষগুলোর পাশে থাকবেন, এমন আশাও করেন তারা।

ঢাকাটাইমস/০৭এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :