ফরিদপুরে ওএমএসের ২৩ বস্তা চাল জব্দ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ২১:৫৩

ফরিদপুরে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২৩ বস্তা চাল জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।

ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক মাসুদ আল ফারুক বলেন, বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর বাজারের নিকট একটি ভ্যান বোঝাই করে নিয়ে যাওয়ার সময় আট বস্তা চাল আটক করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ সেগুলো জব্দ করে। এ ঘটনার পর স্থানীয়দের দেয়া তথ্য মতে উত্তর শোভারামপুর এলাকার আক্কাস শেখের বাড়ি থেকে আরো নয় বস্তা চাল এবং অম্বিকাপুর পুরান বোর্ড অফিস থেকে আরো ছয় বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, আক্কাস শেখ দরিদ্রদের কাছ থেকে কম দামে চাল কিনে পরে সেই চাল বেশি দামে বিক্রি করে আসছিলেন। আমরা তাকে আটক করার জন্য খুঁজছি। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হবে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :