কালিয়াকৈরে ১২ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

সারা দেশের মতো চলমান দুর্যোগ প্রতিরোধে সরকারের দেয়া খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ১২ হাজার কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার নয়টি ইউনিয়নের ১২ হাজার মানুষের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল, দুই কেজি আলু ও এক কেজি মশুর ডাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি,কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/কেএম)

মন্তব্য করুন