টাঙ্গাইলে ১৮৬ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ২০:১৩

টাঙ্গাইলে নতুন করে আরো ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা পরীক্ষার পরই জানা যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা। এ নিয়ে টাঙ্গাইল থেকে মোট ১৮৬ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলো। এর মধ্যে ফলাফল এসেছে ১৪৪ জনের।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবার নতুন করে ৪২ জনসহ মোট ১৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ১৪৪ জনের। তাতে টাঙ্গাইলের মির্জাপুরের একজন স্বাস্থ্যকর্মী ছাড়া আর কারো মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

সিভিল সার্জন জানান, জেলায় বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩৩ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনের আওতায় আনা হয় দুই হাজার ১২৬ জনকে এবং সেখান থেকে নির্দিষ্ট মেয়াদ শেষে ছেড়ে দেয়া হয়েছে এক হাজার ৭৯৩ জনকে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :