কাপাসিয়া স্বাস্থ্য কর্মকর্তাসহ আরো ১৯ জনের করোনা শনাক্ত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৮:৫১ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১৮:০৭

গাজীপুর কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স, টেকনিশিয়ানসহ আরো হাসপাতালের ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাছাড়া বিভিন্ন ইউনিয়নের আটজনসহ কাপাসিয়া উপজেলায় মোট ২৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার পর শুক্রবার রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট এলে ওই ২৭ জন করোনা পজেটিভ বলে জানা যায়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার নিজেই সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে দুজন নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) একজন, আউটসোর্সিংয়ের দুজন এবং হাসপাতালের কর্মরত আরো ১৩ কর্মী রয়েছেন। এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নের আটজন নতুন করে শনাক্ত হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯ জনকে প্রাথমিক অবস্থায় হাসপাতালেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আটজনকে হোম আইসোলেশনে রাখা হবে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :