কোমর পানিতে নেমে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২০, ১৮:৫১

টাঙ্গাইলের ভূঞাপুরে কোমর পানিতে নেমে কৃষকের ধান কেটে দিয়েছে শতাধিক ছাত্রলীগ নেতা। রবিবার সকাল থেকে পৌর এলাকার বীরহাটি গ্রামের বর্গা চাষী খুকুর ২০ শতাংশ প্রায় তলিয়ে যাওয়া ধান কেটে দিয়েছেন তারা।

কৃষকের ধানা কাটা কাজে সহায়তায় প্রায় তিন হাজার ছাত্রলীগ ও যুবলীগ কর্মীকে মাঠে নামিয়েছেন স্থানীয় সাংসদ ছোট মনির। এর ধারাবাহিকতায় তারা এ ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন তারা।

ভূঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার বলেন, ‘আমাদের এমপি মহদোয়ের নির্দেশে কৃষকদের পাশে থাকার চেষ্টা করছি। ধান কাটতে গিয়ে যেন কৃষকের কোনো ক্ষতি না হয় সে বিষয়ে কড়া হুশিয়ারি দিয়েছেন এমপি মহোদয়। আমরা সেই মোতাবেক ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছি।’

এ বিষয়ে স্থানীয় সাংসদ ছোট মনির বলেন, ‘দুর্যোগে অসহায়দের পাশে থাকাই বড় ধর্ম। আমরা ত্রাণ বিতরণ থেকে শুরু করে সর্বক্ষণ মানুষের পাশে আছি।’

ধান কাটা কাজে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন- পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম।

ঢাকাটাইমস/৩মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :