করোনাকালে ই-মেইলে জালিয়াতি বেড়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০২০, ০৯:৫৬

ব্যবসায়িক প্রতিষ্ঠানের জালিয়াতির বড় একটা ঘটনা ঘটে ই-মেইলে। ই-মেইল জালিয়াতি তাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ৬০ শতাংশ প্রতিষ্ঠান মনে করছে প্রতি সপ্তাহে ই-মেইল জালিয়াতিতে তাদের প্রবুদ্ধি অনেকাংশে কমেছে। ই-মেইল কোলাবোরেশন সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান হিবারের গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, করোনাভাইরাসের মহমারির সময়ে ই-মেইলে জালিয়াতির পরিমান অনেকাংশে বেড়েছে। প্রতিষ্ঠানগুলো বলছে গত দুই মাসে ই-মেইল মারফত প্রতারণা আশঙ্কাজনকহারে বাড়ছে।

হিবার যেসব প্রতিষ্ঠানের উপর গবেষণা চালিয়েছে সেসব প্রতিষ্ঠান বলছে, হ্যাকররা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী। তারা ই-মেইলে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। আগেভাবে বিষয়টা বোঝাও মুশকিল। কেননা, প্রতারক হ্যাকারা নিত্যনতুন ফন্দি আঁটছে।

গবেষণা প্রতিষ্ঠান এজন্য আইটি ব্যবসায়ীদের ই-মেইল সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন। এজন্য বিভিন্ন ধরনের সিকিউরিটি টুলস ব্যবহারেরও তাগিদ দেন।

(ঢাকাটাইমস/১৬মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা