চাঁদপুরে আরো সাতজনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২০, ২১:৪১

চাঁদপুরে আরো সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন সাতজনসহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮জন। এ পর্যন্ত মারা গেছে ১১ জন। শনিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, শনিবার রিপোর্ট এসেছে ৪৭ জনের। এর মধ্যে পজিটিভ সাতজন এবং বাকি ৪০ জনের রিপোর্ট নেগেটিভ। আক্রান্ত সাতজনের মধ্যে চাঁদপুর সদরে (শহর এলাকার) চারজন, কচুয়া উপজেলায় একজন, ফরিদগঞ্জ উপজেলায় একজন ও হাজীগঞ্জ উপজেলায় একজন। কচুয়ায় আক্রান্ত ব্যাক্তি পুলিশ সদস্য।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এই পর্যন্ত নেগেটিভ রিপোর্ট এক হাজার ৬৭ জনের। এই পর্যন্ত আক্রান্ত রোগী সংখ্যা ১১৮জন। মারা গেছে ১১জন। সুস্থ হয়েছে ২১ জন। আইসোলেশন ইউনিট ও হোম আইসোলেশনে চিকিৎসা নিয়েছে ৮০ জন। শুধুমাত্র আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিয়েছে ৬২জন। ছাড়প্রাপ্ত হয়েছে ৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আটজন।

চাঁদপুর জেলা সদর ও উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা তিন হাজার ৬৬৩জন। ছাড়প্রাপ্ত হয়েছেন তিন ৬১৮জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৫ জন।

(ঢাকাটাইমস/২৩মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :