বিরামপুরে একই দিনে শিশুসহ চারজনের করোনা শনাক্ত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ২৩:০২

দিনাজপুরের বিরামপুর উপজেলায় একই দিনে এক শিশুসহ নতুন চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে আক্রান্ত চারজনের শরীরের নমুনা পরীক্ষায় একজনের রিপোর্ট পজিটিভ আসায় উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১০ জনে দাঁড়ালো। রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ওই চারজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার নতুন আক্রান্ত চারজনের শরীরের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। রবিবার সন্ধ্যায় ওই চারজনসহ আগের একজনের নমুনার রিপোর্ট আবারো পজিটিভ আসে।

তিনি বলেন, ‘আগের আক্রান্ত এক ব্যক্তির ১০ বছর বয়সের একটি শিশুও রয়েছে করোনায় নতুন আক্রান্ত। এছাড়া উপজেলার একই গ্রামের ২৬ ও ৩২ বছর বয়সী দুইজন এবং পৌরশহরের ৪০ বছর বয়সী একজন রয়েছেন। একইর গ্রামের আক্রান্ত দুইজন ওই এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত চারজনকেই উপজেলা মুক্তিযাদ্ধা কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হবে।

(ঢাকাটাইমস/২৪মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :