সেনাবাহিনীর ছয় কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০২০, ২০:৩২ | প্রকাশিত : ২৮ মে ২০২০, ২০:২৯

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিনজন বিগ্রেডিয়ার জেনারেল ও তিনজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির আহমদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল করিমেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ বাকেরকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

বিইউপির চিফ মেডিকেল অফিসার কর্নেল মো. ইফতিখারুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। আর কর্নেল মো. নাসিরুল হক খানকে বিইউপির চিফ মেডিকেল অফিসার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :