ভারতের অন্যতম ধনী হতে চান কঙ্গনা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১০:৫৮
অ- অ+

জীবনের নতুন লক্ষ্য খুঁজে পেয়েছেন বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভারতের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে নিজেকে দেখতে চান তিনি। এই স্বপ্নটি নায়িকা বয়স ৫০ বছর হওয়ার আগেই পূরণ করতে চান। সম্প্রতি পিঙ্ক ভিলাকে দেয়া সাক্ষাৎকারে সে কথাই জানান আলোচিত এবং একইসঙ্গে সমালোচিত এই অভিনেত্রী।

তিনি বলেন, যখন মুম্বাই এসেছিলেন, তখন তার কাছে কিছুই ছিল না। মাত্র ১৫০০ টাকা নিয়ে মুম্বাই পাড়ি দিয়েছিলেন কঙ্গনা। ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। স্থান পেয়েছেন বলিউডের সেরা ও বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায়।

কঙ্গনার কথায়, ‘আজ আমি যে জায়গায় পৌঁছেছি, সেটা কখনো কল্পনাও করিনি। আমার কাছে এসব কিছুই ছিল না। আমার কখনও বৈষয়িক উচ্চাকাঙ্খা ছিল না। কিন্তু যখন দেখলাম, নারীদের বৈষয়িক উচ্চাকাঙ্খা না থাকার কারণে পুরুষরা দৌড়ে এগিয়ে যাচ্ছে আর নারীরা অর্থনৈতিক কারণেই দুর্বল, সে জন্যই জীবনের এই নতুন লক্ষ্য ঠিক করলাম।’

অভিনেত্রী বলেন, ‘আমি চিন্তা করলাম, যদি আমার কাছে অর্থ থাকে, তাহলে আলাদা গুরুত্ব পাবো। তাই আমার কাছে এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেশের অন্যতম ধনী হয়ে ওঠা। আমি চাই, আমার ৫০ বছর বয়স হওয়ার আগেই এই লক্ষ্যে পৌছাতে চাই। কারণ, একটা ছোট শহর থেকে সোনার খোঁজেই আমি মুম্বাই এসেছিলাম।’

ঢাকাটাইমস/৩১মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা