বাস চালুর প্রথমদিনেই গোপালগঞ্জে আহত ৫০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ০১ জুন ২০২০, ১২:০১
অ- অ+

বাস চলাচলের প্রথমদিনেই গোপালগঞ্জে দুটি আলাদা দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকালে কাশিয়ানী উপজেলার শিবগতিতে এবং মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় এই দুটি ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, সোমবার সকালে উপজেলার শিবগাতিতে ঢাকা-খুলনা মহাসড়কে সূর্য‌্যমুখী পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৮ জন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর কয়েকজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

অন্যদিকে, একই মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হন।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে এবং গুরুতর আহত চারজনকে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

ঢাকাটাইমস/০১জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা