মাঠে ফিরতে প্রস্তুত ছিলেন ধোনি: রায়না

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৩:৩১
অ- অ+

করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়ে না গেলে দেখা যেত অন্য মহেন্দ্র সিং ধোনিকে। এমনই দাবি করেছেন চেন্নাই সুপার কিংসে ধোনির সতীর্থ সুরেশ রায়না।

৩ মার্চ ধোনির সঙ্গেই সিএসকে–র নেটে অনুশীলন শুরু করেন রায়না। সেই অভিজ্ঞতা সম্পর্কে এক টিভি শো’তে বলেছেন, ‘‌প্রথম কয়েকদিন ও হালকা অনুশীলন করছিল। জিমেই সময় কাটাচ্ছিল। কিন্তু মাঠে নেমে দারুণ শট খেলছিল। একবারের জন্যেও ওকে ক্লান্ত দেখায়নি। এবার ধোনির প্রস্তুতি ছিল অন্যরকম। জাতীয় দল এবং আইপিএলে অনেক বছর ওর পাশে খেলেছি। কিন্তু এবার ওকে দেখে অনেক আলাদা লাগল। আশা করি আইপিএল যেন তাড়াতাড়ি চালু হয়। তাহলে মানুষ দেখতে পাবে কত প্রস্তুতি নিয়ে ধোনি খেলতে নেমেছে।’‌

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর ধোনিকে ব্যাট হাতে দেখা যায়নি। সবাই উৎসুক ছিলেন আইপিএলে তাকে দেখবেন বলে। সেটাও হয়নি করোনাভাইরাসের কারণে। কিন্তু ধোনি যে কোনও খেলাকেই হালকাভাবে দেখতে রাজি নন, সেটা বোঝা গিয়েছে রায়নার কথায়। বলেছেন, ‘‌কেউ কঠোর পরিশ্রম করলে প্রার্থনা এবং আশীর্বাদ তাদের সঙ্গে থাকে। আমি, অম্বাতি (‌রায়ডু)‌, মুরলী (‌বিজয়)‌ আর মাহিভাই একটা দল হয়ে অনুশীলন করছিলাম। চেন্নাইয়ে থাকলে মাহিভাই ২–৪ ঘণ্টা ব্যাট করে। কিন্তু এবার যেন ব্যাট করে ক্লান্তই হচ্ছিল না। সকালে জিম করে বিকেলে তিনঘণ্টা ব্যাটিং করছিল।’

(ঢাকাটাইমস/০৩ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
Promoting Artificial Intelligence at the PGDM Level: Preparing Future Business Leaders
দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতাসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা