প্রাথমিকে শিক্ষক-শিক্ষার্থীর তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২০:৫১

করোনায় টিভি পাঠদান প্রক্রিয়াকে আরও কার্যকর করতে প্রাথমিকের সব শিক্ষার্থীর মায়েদের মুঠোফোনে যোগাযোগ করে শিক্ষার্থীর তথ্য চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে শিক্ষক ও অভিভাবকদের তথ্য চেয়েছে। আগামী ২০ জুনের মধ্যে সমস্ত তথ্য পাঠাতে হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।

উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য সংসদ টিভির মাধ্যমে পাঠ দেয়া হচ্ছে। এ পাঠানোর প্রক্রিয়াকে আরও কার্যকরী করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্ট থানা/উপজেলা শিক্ষা অফিসার, সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবেন।

শিক্ষার্থীদের জেলাভিত্তিক তথ্য ছক আকারে আগামী ২০ জুনের মধ্যে ই-মেইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুন/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :