নওগাঁয় ডেপুটি সিভিল সার্জনসহ ১৪ জনের করোনা

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২০, ০৯:২০

নওগাঁয় ডেপুটি সিভিল সার্জনসহ নতুন করে আরও ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালও ১৪৬ জনে ।

আক্রান্তদের মধ্যে করোনামুক্ত হয়েছেন ৮৯ জন এবং মৃত্যু হয়েছে দুইজনের।

জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- নতুন ১৪ জন শনাক্তের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় একজন, বদলগাছিতে একজন, ধামুইরহাটে একজন, পত্নীতলায় একজন এবং মান্দা উপজেলায় দুইজনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার রাতে ঢাকার আইইডিসিআর থেকে নমুনা ফলাফল আসে।

সিভিল সার্জন আরও জানান- নতুন শনাক্তদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মর্শেদের করোনা পজেটিভ এসেছে। তিনিসহ নতুন আক্রান্ত সকলের শারীরিক অবস্থা ভালো আছে। সবার হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে ।

এদিকে নওগাঁ সদর উপজেলায় নতুন আট জনসহ মোট আক্রান্ত ৪৬ জন যা অন্যান্য উপজেলার আক্রান্তদের তুলনায় অনেক বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুইজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা ছিলেন। এ উপজেলাতে করোনামুক্ত হয়েছেন ০৯ জন ।

ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :