বাউফলে স্বাস্থ্য কমকর্তাসহ দুজনের করোনা শনাক্ত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২০, ১৪:৪০

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (৪৫) ও হারবাল সহকারীর (৪২) করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে স্বাস্থ্য বিভাগের রিপোর্টে তাদের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আক্তারুজ্জামান বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৮ জুন ওই দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। বুধবার রাতে নমুনা রিপোর্টে কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্বাস্থ্য কর্মকর্তাসহ ওই দুজনের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত বাউফলে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭জন। মারা গেছেন দুজন। তার মধ্যে একজন নারী ও একজন পুরুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১জন। আইসোলেশনে আছেন চারজন।

(ঢাকাটাইমস/১১জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :