হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১১ জুন ২০২০, ২২:৩৮

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি দিনাজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজ্জব (৪০) ও বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেসব্রিফিং-এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। তাদের দুজনকেই নিজ নিজ মহল্লা ও বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। এ সময় তাদের সমর্থকরা তাদের ছাড়িয়ে নেয়ার জন্য রেরিকেট সৃষ্টি ও পুলিশের সাথে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, আবু ইবনে রজ্জব এবং সাব্বির আহম্মেদ সুজনের বিরুদ্ধে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া খুন অর্থাৎ দুছাত্র হত্যা মামলা রয়েছে। এই মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। সিআইডি রিকুজিশনেরভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। ছাত্র হত্যা মামলাসহ তাদের বিরুদ্ধে আরো রয়েছে একাধিক মামলা।

কোতয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন অভিযোগ করেন, গ্রেপ্তার দুজনকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাদের কতিপয় সমর্থক পুলিশকে বেড়িকেড দেয় এবং পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা করে। এতে কয়েকজন পুলিশ আহত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৬ এপ্রিল রাতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দু’পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী জাকারিয়া মিল্টন ও মাহামুদুল হাসান নিহত হন। এ বিষয়ে ১৯ এপ্রিল ৪২ জনকে আসামি করে মামলা করেন তাদের অভিভাবকরা। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :