দুর্গাপুরে সাতজনের করোনা জয়

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২০, ২০:১৫

জেলার দুর্গাপুরে শুক্রবার দুপুরে সুস্থ হওয়া সাতজন করোনা রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের ছাড়পত্র দেয়।

ছাড়পত্র দেয়ার সময় ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহসান হাবিব, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ।

এ উপলক্ষে হাসপাতাল চত্বরে নিরাপদ দূরত্ব বজায় রেখে আক্রান্ত হওয়া ২২ জনের মধ্যে সুস্থ হওয়া সাতজনকে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ছাড়পত্র ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিটামিন সি সম্বৃদ্ধ ১টি করে ফলের ব্যাগ দেয়া হয়। এছাড়া অন্যান্য রোগীদের হোম হোয়ারেন্টাইনে রেখে সরকারিভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ডা. তানজিরুল ইসলাম।

ইউএনও ফারজানা খানম বলেন, মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কোভিড-১৯ এ দুর্গাপুর উপজেলা থেকে মোট সংগৃহিত ৩১৩টি নমুনার মধ্যে প্রাপ্ত ফলাফল ২৯৩।

এর মধ্যে মোট ২২ জন আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে করোনাকে ভয় না পেয়ে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে আহবান জানান।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :