রাজারবাগ পুলিশ লাইন্সে আগুন, অল্পে রক্ষা অস্ত্রাগার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০২০, ০৯:১৮ | প্রকাশিত : ১৫ জুন ২০২০, ০৯:০৯

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামাল রাখার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে রক্ষা পেয়েছে পাশে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অস্ত্রাগার। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

রবিবার মধ্যরাত ২টা ৩২ মিনিটে রাজারবাগের একটি স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজে থাকা ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রবিবার মধ্যরাত ২টা ৩৪ মিনিটে আগুনের লেগেছে এমন কল আসে। এর পরপরই আশপাশের স্টেশন থেকে একে একে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ভোরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম বলেন, আগুন পুলিশ লাইন্সের ভেতরে একটি স্টোর রুমে লেগেছে বলে আমরা জানতে পারি। সেখানে পুরনো মালামাল ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে এটি ভয়াবহ রূপ নেয়। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সম্পূর্ণভাবে আগুনে নিভে গেছে। কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের কাজ করছে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, রাজারবাগের ওই স্টোর রুমটি এমন জায়গায়, যার পাশেই অস্ত্রাগার ছিল। এছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিক। ব্যারাকে অনেক পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির সম্ভাবনা ছিল।

ঢাকাটাইমস/১৫জুন/এসএস/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিচার শেষ না হওয়ার জন্য বিএনপি নেতারা দায়ী: ওবায়দুল কাদের

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

ধরে নিয়ে যাওয়া ১০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

র‍্যাব সদস্যকে চাপা দিয়ে মারার ঘটনায় পিকআপ চালক গ্রেপ্তার

ছয় অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এই বিভাগের সব খবর

শিরোনাম :