শিক্ষার্থীর নামে মামলা প্রত্যাহার চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২০, ২৩:৪০

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে প্রশাসনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার করার আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মাহির চৌধুরীর বিরুদ্ধে মামলায় সামাজিক বিভিন্ন প্লাটফর্মে প্রতিবাদ জানিয়ে আসছিলেন শাবির সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন মামলা প্রত্যাহারের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সাড়ে ১১টায় মাহির চৌধুরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের একটি কপি সিলেটের জালালাবাদ থানায় পাঠানো হয়েছে।’

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মামলা প্রত্যাহারের বিষয়ে একটি আবেদনপত্র পেয়েছি। আমরা সেটা আদালতে পাঠাব। আদলত বাকি বিষয়টি দেখবে।

প্রসঙ্গত, গত ১৫ জুন প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ এনে সিলেটের জালালাবাদ থানায় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

মামলার পর থেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনলাইনে সরব হয়ে উঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের টানা আন্দোলনের মুখে ১০ দিনের মাথায় মামলা প্রত্যাহার করার আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

(ঢাকাটাইমস/২৫জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :