ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২০, ১৯:৫০
অ- অ+

জমিতে হাল চাষ করার সময় জেলার পীরগঞ্জ উপজেলার গোররা গ্রামে বজ্রপাতে আজিমুল হক (৪১) নামে এক কৃষক এবং রানীশংকৈল উপজেলায় একজন জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে জমিতে হাল চাষ করতে যান জেলার পীরগঞ্জ উপজেলার আজিমুল হক। হালচাষ করার সময় বজ্রপাতে তার শরীর ঝলসে গিয়ে মাটিতে পড়ে মারা যান তিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আজিজুল হক ওই উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গোররা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে শান্ত রায় (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে। জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় রাজারদীঘি গ্রামের শ্যামল বিলপাড়া এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত রায় ওই উপজেলার রাজারদীঘি গ্রামের টংক নাথ রায়ের ছেলে।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৬জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা