ওয়েস্ট ইন্ডিজের বোলিং খুবই শক্তিশালী: রুট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২০:৪১

ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। এই বোলিং আক্রমণ মোকাবেলায় তার দলকে ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। আগামী ৮ জুলাই শুরু হবে টেস্ট ম্যাচ।

জো রুট বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দক্ষতা সম্পর্কে এবং তারা কি নিয়ে সিরিজ শুরু করবে আমরা সে সম্পর্কে অবগত আছি। একটা বিষয় আমরা বুঝতে পেরেছি। তা হলো তাদের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী। আমরা সব কিছুর জন্যই প্রস্তুত।’

২০১৯ সালে টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি হাকিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডার সম্পর্কে রুট বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে শ্রদ্ধাভাজনদের একজন হচ্ছেন জেসে। তরুণ বয়স থেকেই তিনি কাজটা করে আসছেন এবং তার ক্যারিয়ারের সেরা সময়ে আমরা তাকে দেখছি।’

নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে রয়েছেন, অধিনায়ক জেসন হোল্ডার, কেমার রোচ, আলজারি জোসেফ, শ্যানন গাব্রিয়েল। এই বোলিং আক্রমণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে বেশ ভুগিয়েছে। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারে ইংলিশরা।

প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই ইংলিশ অধিনায়ক রুটের। কারণ সন্তাসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন তিনি।

তারপরও দলের সাথে অনুশীলন করছেন রুট। এর মাঝেই প্রতিপক্ষকে নিয়ে নিজের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। তা দলের সতীর্থদের সাথে শেয়ারও করছেন রুট।

কেবল বোলিং নয়, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা জ্বলে উঠলে সমস্যায় পড়তে হবে বলে মনে করেন রুট। গত সিরিজের কথা মনে রেখে রুট বলেন, ‘গত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলেছে। সাথে বোলাররাও। তাই সিরিজটি আমাদের হারতে হয়েছে। এবার নিজেদের কন্ডিশনে খেললেও, আমার প্রতিপক্ষকে নিয়ে অনেক বেশি সর্তক।’

(ঢাকাটাইমস/২৭ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :