তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৮ জুন ২০২০, ২০:০২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে যাদুকাটা নদীর ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত জুয়েল মিয়া (২৭) উপজেলার বাদাঘাট ইউনিয়ন গাঘটিয়া আফাজ উদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে উপজেলার লাউড়েরগর সীমান্তের যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, লাউড়েরগর সীমান্তের যাদুকাটা নদীতে শনিবার দুপুরে বাংলাদেশ সীমান্তের ১২০৩ নম্বর আন্তর্জাতিক সীমারেখায় ইঞ্জিতচালিত নৌকা নিয়ে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি ধরতে যান জুয়েল মিয়া। এ সময় ভারত গোমাঘাট এলাকার কর্তব্যরত বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে জুয়েল মিয়া গুরুতর আহত হন। তার আত্নীয়স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শনিবার রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৮জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :